কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল - জেলায় বিশেষ বৈঠকে মন্ত্ৰী স্বপন দেবনাথ

Purba bardhaman TMC swapan debnath mcic khokon das

কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল - সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে প্রতিবাদ কর্মসূচি:


০৪/০৭/২০২০ প্রতিনিধিঃ আমজাদ আলী
পূর্ব বর্ধমান:- সোমবার থেকে গোটা রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সংগঠিত প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। শুক্রবারই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বাড়বাড়ন্তকে ঠেকাতে দলীয় নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। 

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, রেল ও কো-অপারেটিভ ব্যাংকের বেসরকারীকরণ ও একগুচ্ছ বিষয় নিয়ে প্রদর্শিত হবে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি।


একইসঙ্গে আগামী ২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পেট্রোল - ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ সহ একাধিক ইস্যুতে ব্যাপক আন্দোলন গড়ে তোলারও নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পাবার পরই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ শনিবার বর্ধমান জেলা পরিষদে দলীয় বিধায়ক, অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ৬ জুলাই থেকে কোন্ কোন্ দিনে কি কি কর্মসূচী পালন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেন। 



TMC declared 21july sahid diwas



স্বপনবাবু জানিয়েছেন, দলের নির্দেশ মেনে সোমবার থেকেই দলের নেতারা করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচী পালন করবেন। যেহেতু করোনা উদ্ভূত পরিস্থিতির জেরে এবারে কলকাতায় শহীদ দিবসের সমাবেশ হচ্ছে না তাই ওই দিন ভার্চুয়াল সমাবেশ করবেন মমতা বন্দোপাধ্যায়। এব্যাপারে বৃহতসংখ্যক মানুষ যাতে মমতা বন্দোপাধ্যায়ের এই বক্তব্য শুনতে পারেন সেজন্য সবরকমের প্রস্তুতি নিতেও এদিন নির্দেশ দেওয়া হয়েছে।



বিস্তারিত জানার জন্য খবর দেখুন -

সঙ্গে থাকুন - এক কদম এগিয়ে থাকুন

আরো পড়ুন:

নিচের ছবির উপরে ক্লিক করুন
MCIC Khokon Das Purba bardhaman TMC leader
সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে একরাশ অভিযোগ
নিয়ে প্রশ্ন তুললেন টিএমসি নেতা খোকন দাস

Mango seeds export west bengal
বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে
আমের আঁটি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ