মহা সমারোহে পালিত হলো ডা: বিধান চন্দ্র রায়ের মৃত্যু ও জন্মদিন:
০১/০৭/২০২০ প্রতিনিধিঃ আমজাদ আলী
পূর্ব বর্ধমান:-তিনি এক মৃত্যুহীন প্রাণ যা তার জীবনের মহাপরিনির্বাণে, তিনি আপাময় ভারতবাসী তথা সমগ্র বিশ্ববাসীকে দান করে গেছেন তার জনহিতকর সেবাকর্ম দিয়ে। আজ তার মৃত্যুর ষাট বছর পরেও তিনি চিকিৎসকের আসনে এক মৃত্যুঞ্জয়ী জীবন দেবতা। তিনি আর কেউ নন বাংলার রূপকার বিধান চন্দ্র রায় তথা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদে আসন্ন ছিলেন। মানুষের সেবায় ছিলো তার প্রধান লক্ষ্য। তার জন্ম ও মৃত্যু একই দিনে হওয়াতে দুটিই পালিত হয়। এই দিন ডক্টর ডে হিসাবে চিহ্নিত। শহর বর্ধমানের তারাবাগে যে পূর্ণাঙ্গ মূর্তি আছে বিধানচন্দ্র রায়ের সেই মূর্তিতে মাল্যদান করে বেশ কিছু সংস্থা তারই মধ্যে অন্যতম লায়ন্স ক্লাবের বর্ধমান নবদিগন্ত। আজ ক্লাবের সদস্যরা মাল্যদান ও মিষ্টি মুখের মধ্যে দিয়ে এই দিনটি যথাযথভাবে পালন করলেন।
পাশাপাশি বর্ধমান শহর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা সনৎ বক্সীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালিত করলেন বাংলার রূপকার ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন।
এদিন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থেকে পুষ্প অর্পণ করেন তাঁর প্রতিকৃতিতে এবং শেষ করেন জাতীয় সংগীত দিয়ে।
ডা: বিধান চন্দ্র রায়ের বিষয়ে বিশেষ আলোকপাত করেন প্রাক্তন কাউন্সিলর ও জননেতা সনৎ বক্সী।
বিস্তারিত জানার জন্য খবর দেখুন -
সঙ্গে থাকুন - এক কদম এগিয়ে থাকুন
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুনএইখানে কোন প্রকার স্প্যাম লিংক অথবা অপ্রীতিকর ভাষার প্রয়োগ করবেন না
Emoji