দিনের বেলায় বাড়িতে খুন বৃদ্ধ-এলো স্নিফার ডগ

প্রকাশ্য দিবালোকে হত্যা করে চম্পট এক অজানা ব্যাক্তি:

Burdwan tejganj belkash senior citizen murdered suparna sen

০২/০৭/২০২০ প্রতিনিধিঃ আমজাদ আলী

পূর্ব বর্ধমান:- প্রকাশ্য দিবালোকে বাড়ির ভেতরে ঢুকে এক বৃদ্ধকে খুন করলো এক অজানা ব্যাক্তি, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় তেজগঞ্জ এলাকায়।

মৃত ওই বৃদ্ধের নাম গোড়া চাঁদ দত্ত  বয়স ৮৪ বছর। ঘটিনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বেলকাশ পঞ্চায়েতের তেজগঞ্জ এলাকার হাই স্কুলের কাছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়,ডি,এস,পি,হেড কোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার এই,সি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

Gora chand dutta tejganj murder purba bardhaman

উলেখ্য মৃত গোড়া চাঁদ দত্তের স্ত্রী মিরা দত্ত আজ সকালের দিকে এক আত্মীয়ের বাড়ি যান,বিকেলে নিজ বাড়ি ফিরতে দেখে এক যুবক বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে... তাকে জিজ্ঞাসা করলে সেই ব্যক্তি নাকি বলে বাড়ির ভেতরে গিয়ে দেখুন, মিরা দত্ত বাড়ির ভেতরে ঢুকে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় মৃত পরে আছেন। এই ঘটনার দৃশ্য দেখে কাঁদতে শুরু করেন - মূলত মিরা দেবীর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Mira dutta Bardhaman tejganj murder

কার্যতঃ প্রতিবেশীদের অনুমান একা পেয়ে চুরি করতে ঢোকে সেই যুবক, বাধা দেওয়ায় তাকে আঘাত করে চম্পট দেয়।
পুরো ঘটিনাটি তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

এদিন সন্ধ্যা নাগাদ গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয় ঘটনাস্থলে এবং এলাকাটি তল্লাশি চালানো হয়।
Purba bardhaman district police tejganj murder
এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানিয়েছেন যে ভাবে হত্যা করা হয়েছে তাতে করে পুলিশের নজরদারি থাকবে - যেহেতু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মৃতদেহ তাতে করে ঠিক কোন জায়গায় আঘাত করে মারা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

মূলত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলকারবাসীর মধ্যে।
এখন প্রশ্ন কে এই অভিযুক্ত যে এই ভাবে এসে হত্যা করে গেল ৮৪ বছরের এক বৃদ্ধাকে। নাকি কেউ জানতো এই বৃদ্ধা বাড়িতে একাই থাকতো বলে চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।

বিস্তারিত জানার জন্য খবর দেখুন - 
সঙ্গে থাকুন - এক কদম এগিয়ে থাকুন

আরো পড়ুন:

নিচের ছবির উপরে ক্লিক করুন


কলকাতা থেকে বর্ধমানে CID গোয়েন্দার দল tejganj murder
কলকাতা থেকে বর্ধমানে CID গোয়েন্দার দল

গোষ্ঠীদ্বন্দ্ব না মব লিঞ্চিং? man lynched to death west bengal
গোষ্ঠীদ্বন্দ্ব না মব লিঞ্চিং?


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ