দুঃস্থদের মুখে হাসি থাকলেই দুর্গা পূজার আনন্দ হয়
০১/১০/২০২০ প্রতিনিধিঃ আমজাদ আলী
পূর্ব বর্ধমান:-বিগত ছয়মাস ধরে যে মহামারি করোনা ভাইরাস গোটা বিশ্ব তথা ভারতবর্ষে থাবা বসিয়েছে তাতে করে এই করোনা আবহে কারোর বাবা কাজ হারিয়েছে , কারোর মা পরিচারিকার কাজ করতে গিয়ে কাজ পাচ্ছে না , কারো বাবা নেই , সার্বিকভাবে এই দুঃস্থ পরিবারগুলো বাচ্চা ও নিজেদের অর্থ ও খাবার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে । এই সব বাচ্চাদের দুবেলা খাবার জোটানোয় পরিবারের কাছে একটা চিন্তার বিষয় । তার মধ্যে আর কিছুদিন পর শারদীয়া পুজো ,সুতরাং পুজোর জামা কাপড় কেনা তো স্বপ্ন। মূলত এইসব বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন কালনা শহরের স্কুল শিক্ষিকা। এদিন প্রায় ৬০ জন বাচ্চাকে মাস্ক পরিয়ে কালনার শপিংমলএ এনে তাদের পছন্দ মত জামা কিনে দিলেন । শিক্ষিকা স্বাগতা কর্মকার জানান, এদের মুখের হাসি দেখলেই দুর্গা উৎসবের আনন্দ পান।
0 মন্তব্যসমূহ
এইখানে কোন প্রকার স্প্যাম লিংক অথবা অপ্রীতিকর ভাষার প্রয়োগ করবেন না
Emoji