গলার নলি কাটা দেহ উধার শিশু ও যুবকের
প্রতিনিধিঃ রাজকুমার ঘোষ ও আমজাদ আলী
পূর্ব বর্ধমান:- কালনার ময়নাগুড়ি গ্রামে দেড় বছরের শিশুর গলার নলি কেটে নিজেই আত্মঘাতী হয় 25 বছরের এক যুবক,মৃত ওই যুবকের নাম গোবিন্দ মান্ডি।
আজ সকালে ,কালনার মহকুমার বড়ধামাস পঞ্চায়েতের, ময়নাগুড়ি আদিবাসী পাড়ায় গলাকাটা অবস্থায় দুজনের দেহ উদ্ধার করে গ্রামবাসীরা ।
স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য।
আজ সকাল সাতটা নাগাদ গ্রামের মানুষ দেখতে পায়, ময়নাগুড়ির আদিবাসী পাড়ার পুকুরপাড়ের খামারে গোবিন্দ মান্ডী ,যার বয়স পঁচিশ ও জয় কিস্কু যার বয়স দেড় বছর, এই দু'জনকে গলাকাটা অবস্থায় রক্তাক্ত ভাবে উদ্ধার করে গ্রামবাসী। দেড় বছরের জয় কিস্কুকে ঘটনাস্থলে মৃত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা ।গোবিন্দকে উদ্ধার করে জীবিত অবস্থায় কিন্তু কালনা মহকুমা হাসপাতাল নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
কি কারনে খুন ভেবে পাচ্ছেননা গ্রামবাসীরা। তদন্তে কালনা থানার পুলিশ।
দুটো খুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে \\
0 মন্তব্য
এইখানে কোন প্রকার স্প্যাম লিংক অথবা অপ্রীতিকর ভাষার প্রয়োগ করবেন না
Emoji