Website Disclaimer
মানিতে অস্বীকারক: এই ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী ও নিয়মাবলী
- আপনার লেখা বা ভিডিও জমা দিতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে দিত হবে।
- আলফা নিউজ অথবা তার যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্ম কেবলমাত্র 18 বছর এবং তার ঊর্ধ্বে যারা তাদের ব্যবহারের জন্য। নাবালক ও শিশুদের সামনে এর ব্যবহার অভিভাবকেরা নিজেদের দায়িত্বে করবেন এবং আলফা নিউজ বা তার যেকোনো প্ল্যাটফর্ম অথবা শাখা সংগঠন এর জন্য দায়ী থাকবে না।
- কোন অপ্রীতিকর মিথ্যে ছবি বা ভিডিও প্রকাশ করে আলফা নিউজ বা তার সঙ্গে যুক্ত তার শাখা সংগঠন কোনভাবে টিআরপি বাড়াবার উদ্দেশ্যে বা অন্য কোন উদ্দেশ্যে মিথ্যে খবর করে না।
- কাউকে ছোট করার অথবা কারো সম্মানহানি করা কোন উদ্দেশ্য আমাদের নেই এবং আমরা বাস্তব তুলে ধরি মাত্র - তার কোন বিশ্লেষণ করি না।
- এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন ও তার সামগ্রী অথবা সার্ভিসের জন্য সেই সব নির্দিষ্ট কোম্পানি দায়ী থাকবে। এই সাইটের থেকে ফরওয়ার্ড করা লিংকে সেই সব সাইটের নিয়মাবলী প্রযোজ্য হবে এবং তার জন্য এই ওয়েবসাইট অথবা কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
- এই ওয়েবসাইট ব্যবহার করার কোন মূল্য নেই এবং এখানে সদস্যতা গ্রহণ করার কোন মূল্য কখনোই দিতে হবে না।
- আমরা খবর তুলে ধরি মাত্র - ।
- আমাদের যেকোন প্লাটফর্মের মাধ্যমে ফুটে ওঠা যেকোনো ব্যক্তির লেখা অথবা বক্তব্য তার ব্যক্তিগত মতামত এবং তার দায়ভার সম্পূর্ণ সেই ব্যক্তির, আলফা নিউজ অথবা তার যেকোনো অঙ্গ সেইসব মতামতের জন্য দায়ী থাকবে না।
- এই ওয়েবসাইট বা আলফা নিউজ - এর অন্যান্য ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে ফুটে ওঠা কোন ডাক্তার - ইঞ্জিনিয়ার - শিক্ষক-শিক্ষিকা উকিল অথবা যে কোন ব্যক্তির পরামর্শকে শেষকথা ধরে নিলে চলবে না এবং তাদের কথা শুনে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করলে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আপনাদের সব সময় এটাই পরামর্শ দেবো যে আপনারা প্রয়োজনে সঠিক স্বীকৃতিপ্রাপ্ত প্রফেশনালদের থেকে পরামর্শ নিয়ে আপনার কাজ এগোবেন।
- এই ওয়েবসাইট অথবা তার সঙ্গে যুক্ত তাদের অন্যান্য ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে প্রকাশিত কোনো তথ্য কে নকল করতে যাবেন না সঠিক ব্যক্তির পরামর্শ ছাড়া। কোন প্রকার স্টান্ট বা পরীক্ষা বা গবেষণা অথবা কার্যকলাপের খবর দেখে তার নকল করতে গিয়ে হওয়া কোনো দুর্ঘটনার জন্য আমরা কখনোই কোন ভাবে দায়ী থাকবো না।
- এই ওয়েবসাইট অথবা এর সঙ্গে যুক্ত অন্যান্য ডিজিটাল মিডিয়া ব্যবহার করলে আপনি এই শর্তাবলী ও ব্যবহারের নিয়মাবলী মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
- সময় সময় শর্তাবলী ও ব্যবহারের নিয়মে বদল প্রয়োজন অনুযায়ী করা হতে পারে।
- এই ওয়েবসাইটের এডমিন অথবা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা যেকোনো পোস্ট যেকোনো কারণে কোন সূচনা না দিয়ে সরাতে পারে অথবা তার পরিবর্তন করতে পারে।
- এই ওয়েবসাইটের এডমিন অথবা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা যেকোনো পোস্ট অথবা পেজ কিংবা লিংক যেকোনো কারণে কোন সূচনা না দিয়ে সরাতে পারে অথবা তার পরিবর্তন করতে পারে।
- আমাদের যে কোন ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে প্রকাশিত কোন কিছু নকল করা চলবে না অথবা সেটা ডাউনলোড করে আবার অন্য কোন জায়গায় আপলোড করা চলবে না।
- আমাদের কোন ভিডিও ডাউনলোড করে তার ছবি অথবা শব্দ বদলে নতুন ভিডিও বা ছবি বানানো চলবে না।
- এই সাইটে অথবা আমাদের অন্যান্য ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে প্রকাশিত যেকোন ছবি অথবা ভিডিও, তথ্য বা লেখা বিনা অনুমতিতে ডাউনলোড করে অন্য কোথাও ব্যবহার করা নিষিদ্ধ।
- আলফা নিউজ এই ওয়েবসাইট ও তার অন্যান্য ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অঙ্গ হিসাবে যেগুলো কে বোঝায় সেগুলো উল্লেখ করা হলো - এই শর্তাবলী ও নিয়মাবলী সেখানেও প্রযোজ্য :
হোয়াটসঅ্যাপ: +91 9647639210
আমাদের পদপরিচয়চায়ক/দাপ্তরিক বাণিজ্যিক ওয়েবসাইট
ALFA NEWS : https://alfa-tv-magazine-store.business.site
আমাদের পদপরিচয়চায়ক/দাপ্তরিক ওয়েবসাইট ফেসবুক বাণিজ্যিক পেজ
(ফেসবুকের মাধ্যমে সবার আগে আমাদের খবর পেতে পেজের উপর লাইক বোতাম ক্লিক করুন)
- এছাড়া এই ওয়েবসাইটে অথবা এর সঙ্গে যুক্ত অন্যান্য ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে আমাদের যেকোন ফর্মে - পোস্টে অথবা পেজে প্রকাশিত নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত নিয়মাবলী অথবা সেখানে উল্লেখ করা শর্ত ও নিয়ম উপরে উল্লেখ করা শর্তাবলীর সঙ্গে প্রযোজ্য হবে।
এই সমস্ত শর্ত ছাড়াও https://www.sngb.in উল্লেখ করা শর্ত ও নিয়মাবলী প্রয়োজনে প্রযোজ্য। সম্পূর্ণ শর্তাবলীর জন্য এখানে ক্লিক করুন।
Social Plugin